Rasel khan web programming

HTML লিস্ট



এইচটিএমএল লিস্ট টিউটোরিয়াল (HTML List Tutorial in Bangla)

লেখক রাসেল খান  
তিন প্রকারের এইচটিএমএল লিস্ট বিদ্যমান <ol> tag দিয়ে শুরু করে ধারাবাহিক লিস্ট(ordered list), <ul> ট্যাগ দিয়ে শুরু করে ধারাবাহিকতা হীন লিস্ট(unordered list), <dl> ট্যাগ দিয়ে শুরু করে সংজ্ঞামূলক লিস্ট(definition list)
<ul> - unordered list; বুলেট
<ol> - ordered list; নম্বর
<dl> - definition list; অভিধান

এইচটিএমএল ক্রমিক লিস্ট (HTML ordered lists)

<ol> ট্যাগ দিয়ে ক্রমিক লিস্ট(ordered list) শুরু করা হয় <li> ট্যাগ দ্বারা দ্রব্যের তালিকা (list item) বোঝায়তালিকা তৈরীর জন্য  <li> ট্যাগ কে আপনার opening (<ol>) এবং closing (</ol>) tag এর মধ্যে রাখতে হয়  ক্রমিক (ordered) অর্থ হচ্ছে নম্বর যেমন ১, , ৩ ইত্যাদি
1.<h4 align="center">Goals</h4>
2.<ol>
3.<li>Find a Job</li>
4.<li>Get Money</li>
5.<li>Move Out</li>
6.</ol>
প্রদর্শন:

Goals

1.    Find a Job
2.    Get Money
3.    Move Out
Start attributes দিয়ে নিজের ইচ্ছানুযায়ী নম্বর হতে লিস্ট শুরু করা যায়
1.<h4 align="center">Goals</h4>
2.<ol start="4" >
3.<li>Buy Food</li>
4.<li>Enroll in College</li>
5.<li>Get a Degree</li>
6.</ol>
প্রদর্শন:

Goals

4.BuyFood
5.EnrollinCollege
6.Get a Degree

এইচটিএমএল ক্রমিক লিস্ট (HTML ordered lists continued)

আরও চার প্রকারের ধারাবাহিক লিস্ট(ordered list) রয়েছেএগুলো সাধারন ,,৩ নম্বরের পরিবর্তে রোমান নম্বর বা বর্ণ হতে পারে তা বড় হাতের বা ছোট হাতেরtype attribute ব্যবহার করে নম্বর পরিবর্তন করা হয়
1.<ol type="a">
2.<ol type="A">
3.<ol type="i">
4.<ol type="I">

Ordered List Types:

Lower-Case Letters
Upper-Case Letters
Lower-Case Numerals
Upper-Case Numerals
a.     Find a Job
b.    Get Money
c.     Move Out
A.   Find a Job
B.   Get Money
C.   Move Out
        i.            Find a Job
      ii.            Get Money
    iii.            Move Out
       I.            Find a Job
    II.            Get Money
 III.            Move Out

     

 


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন