Rasel khan web programming

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

পিএইচপি কোড কোথায় লিখবেন (PHP Code Writting)

পিএইচপি কোড কোথায় লিখবেন (PHP Code Writting)
লেখক রাসেল খান

যদি C drive এ XAMPP ইনস্টল দিয়ে থাকেন তাহলে এই ফোল্ডারে htdocs নামে আরেকটা ফোল্ডার আছে সেখানে আপনার web content গুলো রাখবেন।

সকল www ডকুমেন্টের মুল ডাইরেক্টরি হচ্ছে “C:\xampp\htdocs”(তবে যদি অন্য ড্রাইভে ইনস্টল দিয়ে থাকেন যেমন:D drive তখন এটা হবে “D:\xampp\htdocs”). এখন যদি এই ডাইরেক্টরিতে “mytest.php” নামে কোন ফাইল রাখেন তাহলে আপনি এটাতে অ্যাকসেস পেতে পারেন এভাবে-ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mytest.php
আচ্ছা এবার কোড লেখা শুরু করি চলুন,তার আগে একটা কথা কোড কোথায় লিখবেন?নোটপ্যাডে?লিখতে পারেন তবে পিএইচপি কোডলেখার জন্য কিছু স্পেশালাইজড সফটওয়ার আছে যেমন: Net Beans, Dreamweaver ইত্যাদি এগুলোতে কোড লিখলে অনেক সুবিধা পাবেন।এগুলো আর বললাম না লিখতে ধরলেই টের পাবেন,যে সুবিধাগুলো নোটপ্যাডে পাবেন না।এগুলোকে বলে IDE (Integrated Development  Environment).আপনি যেটাতে সাচ্ছ্যন্দবোধ করেন সেটা ব্যাবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন