এইচটিএমএল লাইন ব্রেক টিউটোরিয়াল
|
লেখক রাসেল খান
|
আমরা আগে
দেখেছি লাইন ব্রেক ট্যাগটি অন্যান্য হতে একটু ভিন্ন। লাইন
ব্রেক ট্যাগটি একটা লাইন শেষ করে আপনাকে অন্য লাইন হতে লেখা শুরু করতে
সাহায্য করবে। এইচটিএমএল
এ ট্যাগ দ্বারা লাইন ব্রেক চিহ্নিত করা হয়।মাইক্রোসফট ওয়ার্ডে যেমন Enter দিলে
নিচের লাইনে চলে যায়,এটার কাজ ঠিক তেমনই।
1.<p> 2.Will Mateson<br /> 3.Box 61 <br /> 4. Cleveland , Ohio <br /> 5.</p>
প্রদর্শন:লাইন
ব্রেক এর সাহায্যে চিঠির address তৈরী করতে পারি।
Will Mateson
Box 61
Cleveland, Ohio
আবার
চিঠির সমাপ্ত ঘোষনা করতে পারি।
1.<p>Sincerely,<br /> 2.<br
/> 3.<br
/> 4.KevinSanders<br /> 5.Vice President</p>
প্রদর্শন:
Sincerely,
KevinSanders Vice President
আরও একটা
বিষয় মনে রাখা প্রয়োজন যে লাইন ব্রেক ট্যাগ এর কোন closing tag এর
প্রয়োজন নেই।
HTML horizontal rule:
Horizontal rule কে <hr>
ট্যাগ
দারা প্রকাশ করা হয়।
ট্যাগটি
ব্যবহার করে screen এর উপর সমান্তরাল লাইন প্রদর্শন করে। line break tag এর মত Horizontal
rule tag এর কোন closing tag নেই।
1.<hr> 2.Use 3.<hr><hr> 4.Them 5.<hr> 6.Sparingly 7.<hr>
প্রদর্শন:
Use
Them
Sparingly
Horizontal rule কোন গ্রন্থপঞ্জি বা কোন টেবিলের বিষয় সমুহ প্রকাশ
করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
1.<hr> 2.1. "The Hobbit", JRR Tolkein. 3. 4.2. "The Fellowship of the Ring" JRR Tolkein.
প্রদর্শন:
1. "The
Hobbit", JRR Tolkein.
2. "The Fellowship of the Ring" JRR Tolkein. |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন