এইচটিএমএল ব্যাকগ্রাউন্ড টিউটোরিয়াল (HTML Background Tutorial in Bangla)
|
লেখক রাসেল খান
|
||
ব্যাকগ্রাউন্ড
এট্রিবিউট এর সাহায্যে এইচটিএমএল টেবিলে ইমেজকে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে
দেখানো যায়।
1.<table height="50" width="100" 2.background="http://www.webforbd.com/pics/htmlT/background.jpg" > 3.<tr><td>This table has a background
image</td></tr> 4.</table>
প্রদর্শন:
এইচটিএমএল-ব্যাকগ্রাউন্ড রিপিট:
উপরের
উদাহরনে দেখা গিয়েছে যে টেবিল এর আকার ছবির আকারের সমান বলে কোন সমস্যা
হয় নি । যদি
টেবিল এর আকার ছবির আকারের চেয়ে বড় হয় তবে ব্যাকগ্রাউন্ড
ছবি রিপিট হবে।
1.<table height="200" width="300" 2.background="http://www.tizag.com/pics/htmlT/background.jpg" > 3.<tr><td>This table has a background image</td></tr> 4.</table>
প্রদর্শন:
এইচটিএমএল- প্যাটার্নড ব্যাকগ্রাউন্ড
বিভিন্ন
ফটো এডিটিং সফ্টওয়ার দিয়ে বিভিন্ন প্যাটার্নের ব্যাকগ্রাউন্ড ছবি এরং
ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ছবি তৈরী করা যায়। ট্রান্সপারেন্ট ইমেজের
ফাইলটিকে gif ফরমেটে রাখতে হবে jpeg
ফরমেটে নয়।
1.<table height="100" width="150" 2.background="http://www.tizag.com/pics/htmlT/pattern.jpg" > 3.<tr><td>This table has a background patterned
image</td></tr> 4.</table>
প্রদর্শন:
![]() 1.<table background="http://www.khan.com/pics/htmlT/ transparent.gif" > 2.<tr><td>This table has ared transparent
background image</td></tr> 3.</table>
প্রদর্শন:
![]() |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন