Rasel khan web programming

শুক্রবার, ২০ এপ্রিল, ২০১২

HTML মিউজিক

এইচটিএমএল মিউজিক টিউটোরিয়াল (HTML Embed Music Tutorial in Bangla)

লেখক রাসেল খান   
ওয়েব পেজ এ music ঢুকানো অনেক সহজEmbed ট্যাগ এর সাহায্যে music ঢুকানো হয় এবং src attribute এর সাহায্যে media file এর লোকেশন ঠিক করা হয়
1.<embed src="/Madine Ko Jain.mp3" />

Embed Attributesপ্রদর্শনের সাথে সর্ম্পকিত:

Embeded media player এর বাহ্যিক রুপ কে কাস্টমাইজ করতে নিচের attribute কে সেট করতে হবে
১. width - media player  এর প্রসস্থতা
২. height - media player এর উচ্চতা
৩. hidden – যদি এর মান সত্য হয় তবে media player টি প্রদর্শিত হবে নাআমি সুপারিশ করব এই attributeটি ব্যবহার করতে যদি আপনি জেনে থাকেন ওয়েব পেজ এ চলা music টি  ভিজিটর  বন্ধ করা option না চান
1.<embed src="/last breath.mp3" width="360" height="165" />

Embed Attributesকার্যপ্রণালী :

Embeded media player এর কার্যপ্রণালী কে কাস্টমাইজ করতে নিচের attribute কে সেট করতে হবে
autostart – এই attribute এর  দুটি মান false বা true যদি মান true দেয়া হয় তবে ওয়েব পেজ খোলার সাথে সাথে গান শুরু হবে
loop - এই attribute এর  দুটি মান false বা truetrue সেট  করা থাকলে গানটি  রিপিট হবে আর false  থাকলে হবে না
volume - এই attribute দ্বারা media file এর volume সেট করা হয়এর সীমা হল ০-১০০
1.<embed src="/beethoven.mid" autostart="false" loop="false"
2.volume="60" />

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন