এইচটিএমএল বিনাক্রম লিস্ট (HTML unordered lists)
লেখক রাসেল খান
<ul> ট্যাগ সাহায্যে বুলেট লিস্ট তৈরী করা হয়। বুলেট লিস্ট
আবার তিন প্রকার যেমন ১. squares ২.discs ৩.circles । default
হিসাবে
সাধারনত full
discs ব্যাবহার করা হয়।
1.<h4
align="center">Shopping
List</h4>
2.<ul>
3.<li>Milk</li>
4.<li>Toilet Paper</li>
5.<li>Cereal</li>
6.<li>Bread</li>
7.</ul>
প্রদর্শন:
Shopping List
- Milk
- Toilet Paper
- Cereal
- Bread
আমরা type attributes ব্যবহার
করে unordered list এর অন্যান্য বুলেট ব্যবহার করতে পারি।
<ul
type="square">
<ul>
type="dics">
<ul>
type="circle">
type="square"
|
type="disc"
|
type="circle"
|
|
|
|
এইচটিএমএল ডেফিনেশন লিস্ট (HTML definition lists)
Definition list এর ব্যবহার সাধারনত অভিধানে দেখতে পাই। <dl> tag ব্যাবহার
করে Definition list তৈরী করা হয়। যাকে Define অর্থ্যাৎ সংজ্ঞায়িত
করতে চাই তাকে bold আকারে দেখানো উচিত। Definition list tag এর মধ্যে আরও দুটি tag অর্ন্তভুক্ত সেগুলো হলো ১. <dt> ২. <dd> ।
<dl> tag: লিস্ট এর শুরু জন্য এই ট্যাগ ব্যবহার করা হয় ।
<dt> tag:
যাকে সংজ্ঞায়িত(Define) করবো এই
ট্যাগ ব্যবহার করে তার নাম লেখা হয়।
<dd> tag:
<dt> tag এ যে নাম লেখা হয়েছে তার
সম্পর্কে এখানে আলোচনা হয় ।
1.<dl>
2.<dt><b>Fromage</b></dt>
3.<dd>French word for cheese.</dd>
4.<dt><b>Voiture</b></dt>
5.<dd>French word for car.</dd>
6.</dt>
প্রদর্শন:
FromageFrench word for cheese.
Voiture
French word for car.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন