Rasel khan web programming

HTML বিনাক্রম লিস্ট


এইচটিএমএল বিনাক্রম লিস্ট (HTML unordered lists)

লেখক রাসেল খান  
<ul> ট্যাগ সাহায্যে বুলেট লিস্ট তৈরী করা হয়বুলেট লিস্ট আবার তিন প্রকার যেমন ১. squares ২.discs ৩.circles default হিসাবে সাধারনত full discs ব্যাবহার করা হয়
1.<h4 align="center">Shopping List</h4>
2.<ul>
3.<li>Milk</li>
4.<li>Toilet Paper</li>
5.<li>Cereal</li>
6.<li>Bread</li>
7.</ul>
প্রদর্শন:

Shopping List

  • Milk
  • Toilet Paper
  • Cereal
  • Bread

আমরা type attributes ব্যবহার করে unordered list এর অন্যান্য বুলেট ব্যবহার করতে পারি
<ul type="square">
<ul> type="dics">
<ul> type="circle">
type="square"
type="disc"
type="circle"
  • Milk
  • Toilet Paper
  • Cereal
  • Bread
  • Milk
  • Toilet Paper
  • Cereal
  • Bread
  • Milk
  • Toilet Paper
  • Cereal
  • Bread

এইচটিএমএল ডেফিনেশন লিস্ট (HTML definition lists)

Definition list এর ব্যবহার সাধারনত অভিধানে দেখতে পাই <dl> tag ব্যাবহার করে Definition list তৈরী করা হয়যাকে Define অর্থ্যা সংজ্ঞায়িত করতে চাই তাকে bold আকারে দেখানো উচিতDefinition list tag এর মধ্যে আরও দুটি tag অর্ন্তভুক্ত সেগুলো হলো ১. <dt> ২. <dd>
<dl> tag: লিস্ট এর শুরু জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়
<dt> tag:   যাকে  সংজ্ঞায়িত(Define) করবো এই ট্যাগ ব্যবহার করে তার নাম লেখা হয়
<dd> tag: <dt> tag এ যে নাম লেখা হয়েছে তার সম্পর্কে এখানে আলোচনা হয়
1.<dl>
2.<dt><b>Fromage</b></dt>
3.<dd>French word for cheese.</dd>
4.<dt><b>Voiture</b></dt>
5.<dd>French word for car.</dd>
6.</dt>
প্রদর্শন:
Fromage
French word for cheese.
Voiture
French word for car.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন