এইচটিএমএল কালার কোড টিউটোরিয়াল (HTML Color code)
|
লেখক রাসেল খান
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Color set করার তিনটি পদ্ধতি আছে। সাধারন কিছু কালার যেমন কালো, সাদা, লাল, সবুজ, নীল। এইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম
লেখা হয়।নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা হল।
১৬টি মৌলিক কালার:
এইচটিএমএল-রং পদ্ধতি আরজিবি মান (HTML- Coloring system: rgb value)
আমি
আপনাদেরকে নিরাপদ web design এর জন্য HTML
rgb ব্যবহারের পরামর্শ দেব না
কারন Non-IE browser,
HTML rgb সাপোর্ট করে না। আপনারা যদি
CSS শিখতে চান তাহলে আপনাদের
উচিত এই বিষয় সম্বন্ধে জানা।
Red, Green এবং Blue এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে rgb । প্রত্যেকের
মান ০(যখন কোন কালার থাকে না) হতে
২৫৫(যখন
ঐ কালারটি সম্পুর্ন থাকে)। rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)।
Red, Green এবং Blue এর মান:
এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল (HTML- Coloring system: Hexadecimal)
প্রথম
প্রথম Hexadecimal system বুঝতে একটু কারন এই system একটু জটিল ও কঠিন। practice করার
মাধ্যমে বিষয়টি অনেক সহজ হয় যাবে। এই Hexadecimal
system সকল ক্ষেত্রে গ্রহনযোগ্য এবং
বহুল ব্যবহৃত।
Hexadecimal
system টি ইন্টারনেটের
standard color।
Hexadecimal হল ৬ digit কালারের উপস্থাপন। প্রথম দুটি digit(RR),
Red value নির্দেশ করে পরবর্তি
দুটি digit(GG), Green value নির্দেশ করে এবং সর্বশেষ দুটি digit(BB), Blue value নির্দেশ করে।
এইচটিএমএল হেক্সাডেসিমাল রং
bgcolor="#RRGGBB"
এইচটিএমএল -রং কোড (HTML- Color code: breaking the code)
নিচে
টেবিলে দেখানো হয়েছে কিভাবে বর্ণ Hexadecimal
system এর Numbering system কে বর্ধিত করে
১৬ digit এ উন্নীত
করে।
তাই
বর্ণকে নম্বর হিসাবে ব্যবহার করা হয়। এই বর্ণকে পরে নম্বরে রুপান্তর করা হয়।নিচে একটি উদাহরন দেয়া হলো।
একটি বাস্তব হেক্সাডেসিমাল:
bgcolor="#FFFFFF"
এখানে
"F" হচ্ছে সবোর্চ্চ পরিমান এবং এই কালারটি ("#FFFFFF") সাদা কালার নিদের্শ করে। নিচে বিষয়টি বিস্তারিত
আলোচনা করা হয়েছে।
হেক্সাডেসিমাল সূত্র:
(15 * 16) + (15)
= 255
উপরের
সূত্রটি বাস্তব। প্রথমে F এর
মান(১৫) কে ১৬ দ্বারা গুন করে পরবর্তি মানের সাথে যোগ করতে হবে। ২৫৫ মানটি
যেকোন
প্রাথমিক কালারের মানের ক্ষেত্রে সর্বোচ্চ।নিচে আরও উদাহরন দেয়া হলো।
উদাহরন:
bgcolor="#CC7005"
CC(RR - Red)
(12 * 16) + (12)
= 204
70(GG - Green)
(7 * 16) + (0) =
112
05(BB - Blue)
(0 * 16) + (5) =
5
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন