Rasel khan web programming

HTML কালার কোড


এইচটিএমএল কালার কোড টিউটোরিয়াল (HTML Color code)

লেখক রাসেল খান    
Color set করার তিনটি পদ্ধতি আছেসাধারন কিছু কালার যেমন কালো, সাদা, লাল, সবুজ, নীলএইচটিএমএল এ কালার value লেখার সময় সরাসরি এদের নাম লেখা হয়নিচে ১৬টি মৌলিক কালারের নাম লেখা হল

১৬টি মৌলিক কালার:


Black

Gray

Silver

White

Yellow

Lime

Aqua

Fuchsia

Red

Green

Blue

Purple

Maroon

Olive

Navy

Teal

এইচটিএমএল-রং পদ্ধতি আরজিবি মান (HTML- Coloring system: rgb value)

আমি আপনাদেরকে নিরাপদ web design এর জন্য HTML rgb ব্যবহারের পরামর্শ দেব না কারন Non-IE browser,
  HTML rgb সাপোর্ট করে নাআপনারা যদি CSS শিখতে চান তাহলে আপনাদের উচিত এই বিষয় সম্বন্ধে জানা
Red, Green এবং Blue এই তিনটি কালারের সমষ্টি হচ্ছে  rgb প্রত্যেকের মান ০(যখন কোন কালার থাকে না) হতে
২৫৫(যখন ঐ কালারটি সম্পুর্ন থাকে)rgb ফরমেটটি হল rgb(RED,GREEN,BLUE)

Red, Green এবং Blue এর মান:


bgcolor="rgb(255,255,255)"
White
bgcolor="rgb(255,0,0)"
Red
bgcolor="rgb(0,255,0)"
Green
bgcolor="rgb(0,0,255)"
Blue

এইচটিএমএল-রং পদ্ধতি:হেক্সাডেসিমাল (HTML- Coloring system: Hexadecimal)

প্রথম প্রথম Hexadecimal system বুঝতে একটু কারন এই system একটু জটিল ও কঠিনpractice করার
 মাধ্যমে বিষয়টি অনেক সহজ হয় যাবেএই Hexadecimal system সকল ক্ষেত্রে গ্রহনযোগ্য এবং বহুল ব্যবহৃত
 Hexadecimal system টি ইন্টারনেটের standard color
Hexadecimal হল ৬ digit কালারের উপস্থাপনপ্রথম দুটি digit(RR), Red value নির্দেশ করে পরবর্তি
দুটি digit(GG), Green value নির্দেশ করে এবং সর্বশেষ দুটি digit(BB), Blue value নির্দেশ করে

এইচটিএমএল হেক্সাডেসিমাল রং

bgcolor="#RRGGBB"

এইচটিএমএল -রং কোড (HTML- Color code: breaking the code)

নিচে টেবিলে দেখানো হয়েছে কিভাবে বর্ণ Hexadecimal system এর Numbering system কে বর্ধিত করে
১৬ digit এ উন্নীত করে
Decimal
0
1
          2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Hexadecimal
0
1
2
3
4
5
6
7
8
9
A
B
C
D
E
F
তাই বর্ণকে নম্বর হিসাবে ব্যবহার করা হয়এই বর্ণকে পরে নম্বরে রুপান্তর করা হয়নিচে একটি উদাহরন দেয়া হলো

একটি বাস্তব হেক্সাডেসিমাল:

bgcolor="#FFFFFF"
এখানে "F" হচ্ছে সবোর্চ্চ পরিমান এবং এই কালারটি ("#FFFFFF") সাদা কালার নিদের্শ করেনিচে বিষয়টি বিস্তারিত
 আলোচনা করা হয়েছে

হেক্সাডেসিমাল সূত্র:

(15 * 16) + (15) = 255
উপরের সূত্রটি বাস্তবপ্রথমে F এর মান(১৫) কে ১৬ দ্বারা গুন করে পরবর্তি মানের সাথে যোগ করতে হবে২৫৫ মানটি
যেকোন প্রাথমিক কালারের মানের ক্ষেত্রে সর্বোচ্চনিচে আরও উদাহরন দেয়া হলো
উদাহরন:
bgcolor="#CC7005"

CC(RR - Red)
(12 * 16) + (12) = 204
70(GG - Green)
(7 * 16) + (0) = 112
05(BB - Blue)
(0 * 16) + (5) = 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন