পিএইচপি বেসিক সংকেত টিউটোরিয়াল (PHP Syntax)
পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে।যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।
* পিএইচপি কোড এর প্রতিটি অংশ <?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
*প্রতিটি আলাদা instruction(code line) সেমিক্লোন দ্বারা শেষ হবে।
ওকে এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুন
এবার পেজটি mypage.php নামে সেভ করুন,সেভ করার সময় htdocs browse করে দেখিয়ে দিন save in এর জায়গায়।এবার ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mypage.php এবং এন্টার দিন ফলে নিচের মত আউটপুট দেখতে পাবেন।
অর্থ্যাৎ <?php ?> এর বদলে <? ?> এভাবে লিখলেও কাজ হবে আর echo এর বদলে উপরে = বসেছে।আরও কয়েকভাবে লেখা যায় যেমন
এছাড়া ASP স্টাইলে লেখা যায় তবে এই পদ্ধতিটি এখন বাতিল।
*উপরের সব পদ্ধতির মধ্যে প্রথমটি সবসময় ব্যবহার করা উচিৎ।
*সব ধরনের শর্টট্যাগ কাজ করার জন্য php.ini ফাইলে short_open_tag এনাবল থাকতে হবে
লেখক রাসেল
খান
পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে।যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।
* পিএইচপি কোড এর প্রতিটি অংশ <?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
*প্রতিটি আলাদা instruction(code line) সেমিক্লোন দ্বারা শেষ হবে।
ওকে এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুন
এবার পেজটি mypage.php নামে সেভ করুন,সেভ করার সময় htdocs browse করে দেখিয়ে দিন save in এর জায়গায়।এবার ব্রাউজারের এড্রেসবারে লিখুন http://localhost/mypage.php এবং এন্টার দিন ফলে নিচের মত আউটপুট দেখতে পাবেন।
শর্ট ট্যাগ:
<?php ?> এর ভিতরে কোড না লিখে এর কিছু সংক্ষিপ্ত রুপ আছে যেগুলি ব্যবহার করতে পারেন।যেমন উপরের কোড এইভাবে লিখলেও কাজ হবেঅর্থ্যাৎ <?php ?> এর বদলে <? ?> এভাবে লিখলেও কাজ হবে আর echo এর বদলে উপরে = বসেছে।আরও কয়েকভাবে লেখা যায় যেমন
এছাড়া ASP স্টাইলে লেখা যায় তবে এই পদ্ধতিটি এখন বাতিল।
*উপরের সব পদ্ধতির মধ্যে প্রথমটি সবসময় ব্যবহার করা উচিৎ।
*সব ধরনের শর্টট্যাগ কাজ করার জন্য php.ini ফাইলে short_open_tag এনাবল থাকতে হবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন