Rasel khan web programming

HTML এনটাইটিজ


এইচটিএমএল এনটাইটিজ টিউটোরিয়াল (HTML Entities Tutorial in Bangla)

লেখক রাসেল খান   
এনটাইটি হল symbol এর কাল্পনিক বিষয়অনেক symbol যেমন ট্রেডমার্ক, কপিরাইট, বৈদেশিক মুদ্রা প্রতিক ইত্যাদি ওয়েব পেজ প্রদর্শন করতে হলে এনটাইটি বিষয়ে জানতে হবে
প্রত্যেক এনটাইটি এর তিনটি অংশ থাকে যেমন:
১.প্রত্যেক Entity এমপারসেন্ড (ampersand) দিয়ে শুরু হয়- &
২.তারপর Entity এর নাম – copy
৩.শেষে semicolon যোগ করতে হয়-;

কপিরাইট

&copyএকত্রে লিখে তা তৈরী করে   © - Copyright symbol.

অতিরিক্ত স্পেস

আমরা প্যারাগ্রাফ ট্যাগ এরং হেডিং ট্যাগ এর মধ্যে দেখেছি ব্রাউজার শুধু দুটি শব্দের মধ্যে একটি স্পেস চিনতে পারে এর বেশি পারে নাআমরা এনটাইটি ব্যবহার করে অতিরিক্ত স্পেস দিতে পারিনিচে উদাহরন দেয়া হলো

1.<p>Everything that goes up, must come &nbsp;&nbsp;&nbsp;&nbsp;down!</p>
প্রদর্শন:
Everything that goes up, must come    down!

আমরা এইচটিএমএল এ লেস দেন এবং গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করে ট্যাগ তৈরী করিএসব চিহ্ন ওয়েব পেজ এ দেখাতে চাইলে এনটাইটি ব্যবহার করতে হবে
1.<p>
2.Less than - &lt; <br />
3.Greater than - &gt; <br />
4.Body tag - &lt;body&gt;
5.</p>
প্রদর্শন:
Less than - <
Greater than - >
Body tag - <body>

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন