লেখক রাসেল
খান
আজ কাল অনেকেরই ইচ্ছে একজন ওয়েব ডেভলপার হওয়ার। বসে বসে ভাবলেতো আর ওয়েব ডেভলপার হওয়া যাবে না। কিছু জানতে হবে। আর এ জানার জন্য ধরকার পড়া লেখা। আপনার যদি প্রোগ্রামার হওয়ার ইচ্ছে হয় তাহলে প্রোগ্রামিং বই না পড়ে যদি অর্থনীতি বা ইতিহাসের বই নিয়ে পড়া লেখা শুরু করলে তো হবে না। আপনাকে প্রোগ্রামিং এর বই ই পড়তে হবে। আবার প্রোগ্রামিং জগতে ও আছে অনেক প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ। আপনার ইচ্ছে অনুযায়ী ই আপনাকে আপনার ল্যঙ্গুয়েজ বেছে নিতে হবে। আপনি যদি নিজেকে একজন দক্ষ ওয়েব প্রোগ্রামার হিসেবে দাখিল করতে চান তাহলে আপনি PHP বেছে নিতে পারেন। আর একবার যদি PHP ভাল করে বুঝে উঠতে পারেন তাহলে আপনাকে আর পায় কে?? তার উপর রয়েছে PHP দিয়ে সফটওয়ার তৈরি করার সুবিধা। আরো আছে… আপনি যদি একজন কন্টেস্ট প্রোগ্রামার হয়ে থাকেন তাহলে ও আপনি PHP কে বেছে নিতে পারেন। তার পর শিখতে থাকুন PHP। ধন্যবাদ সবাইকে।
1. পিএইচপি টিউটোরিয়াল | বেসিক
2. পিএইচপি ইনস্টলেশন (PHP Installation Tutorial in Bangla)
3. পিএইচপি কোড কোথায় লিখবেন (PHP Code Writting)
4. পিএইচপি বেসিক সংকেত টিউটোরিয়াল (PHP Syntax)
5. পিএইচপি তে আউটপুট পাবেন যেভাবে
6. পিএইচপি কোডব্লকে যেভাবে কমেন্ট করবেন
7. পিএইচপি ভেরিয়েবল টিউটোরিয়াল
8. পিএইচপি ভেরিয়েবল স্কোপ
9. পিএইচপি স্ট্রিং টিউটোরিয়াল (PHP String Tutorial in Bangla)
10.পিএইচপি অপারেটর টিউটোরিয়াল ( PHP Operators)
11. পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্ট (PHP Conditional Statement)
12. পিএইচপি লুপ টিউটোরিয়াল (PHP Loop Tutorial in Bangla)
13. পিএইচপি While লুপ
14. পিএইচপি ফর লুপ টিউটোরিয়াল (PHP For Loop)
15. পিএইচপি অ্যারে টিউটোরিয়াল (PHP Array )
16. আ্যারে ম্যানিপুলেট করার কতিপয় ফাংশন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন