Rasel khan web programming

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

সিএসএস টিউটোরিয়াল


ইন্টারনাল সিএসএস টিউটোরিয়াল (Internal CSS)

লেখক  রাসেল খান  
Cascading Style Sheets লেখার তিনটি ধরন আছে যেমন - internal, external এবং inlineযখন আপনারা  ইন্টারনাল সিএসএস ব্যবহার করবেন তখন অবশ্যই একটা নতুন ট্যাগ যোগ করতে হবে যেটা হচ্ছে  <style> tag  এবং যা HTML  <head> ট্যাগ এর ভিতরে রাখতে হবেনিচে উদাহরন দেয়া হলো
01.<html>
02.<head>
03.<style>
04.</style>
05.</head>
06.<body>
07.<p>Your page's content!</p>
08.</body>
09.</html>
এমত অবস্থায় পেজে নতুন কিছু দেখাবে নাএই style ট্যাগ টি শুধু ব্রাউজার কে বলবে যে তারা এই পেজে নতুন কিছু CSS element যোগ করতে যাচ্ছে

ইন্টারনাল সিএসএস কোড তৈরী:

HTML code এর মত করে CSS code লেখা হয় না,  যার অর্থ এই দাড়ায় CSS যা  HTML  এর মত নয়
নিচে উদাহরন দেয়া হলো
01.<html>
02.<head>
03.<style>
04.p {color: white; }
05.body {background-color: black; }
06.</style>
07.</head>
08.<body>
09.<p>White text on a black background!</p>
10.</body>
11.</html>
প্রদর্শন:
White text on a black background!
উপরের উদাহরনে আপনারা দেখেছেন CSS code এর মাধ্যমে <body> and <p> HTML tags এর এলিমেন্ট পরিবর্তিত হয়ে গেছে

সাধারন সিএসএস ফরমেট

"HTML tag" { "CSS Property" : "Value" ; }
  • বিষয়টি পরিস্কার করতে  ধাপে ধাপে  দেখা যাক কিভাবে  সিএসএস কোড দিয়ে এইচটিএমএল এলিমেন্ট পরিবর্তিত হয়ে গেছে
প্রথমে একটা এইচটিএমএল এলিমেন্ট  বাছাই করেছি যাকে নিয়ে আমরা কাজ করেছি  - p{ : ; }
তারপর CSS attribute color নির্বাচন করেছি  - p { color: ; }
পরে Value হিসাবে আমরা ফন্ট এর  color নির্বাচন করেছি  - p { color: white; }
এসব করার ফলে কি হয়েছে paragraph tag এর মধ্যে অবস্থিত সকল লেখা সাদা হয়ে গেছে
  • এখন আমরা আলোচনা করবো সিএসএস কোড  কিভাবে  <body> ট্যাগের  background কে পরিবর্তন করেছে
প্রথমে একটা HTML Body element  বাছাই করেছি - body { : ; }
তারপর CSS attribute,  background-color নির্বাচন করেছি  - body { background-color: ; }
CSS attribute background-color এর রং নির্বাচন করেছি  - body { background-color: black; }
অনেক সময় দেখা যাবে যে সিএসএস  স্টাইল প্রয়োগ করার পরও তা প্রদর্শন করছে না তখন আমাদের যেসব বিষয় লক্ষ রাখতে তা হলো আমরা সিএসএস attribute এর পর কোলন এবং সিএসএস attribute এর ভেলুর পর সেমিকোলন ঠিক মত দিয়েছে কিনা { CSS attribute : value;}

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন