Rasel khan web programming

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

এক্সটার্নাল সিএসএস (External CSS)


এক্সটার্নাল সিএসএস (External CSS)

লেখক  রাসেল খান  
সবচেয়ে ভাল হয় যদি আপনারা সিএসএস কে  এইচটিএমএল হতে পৃথক রাখেনএক্সটার্নাল সিএসএস ফাইলটি শুধুমাত্র সিএসএস code ধারন করে এবং এই ফাইলটিকে ".css" ফাইল extension দিয়ে সেভ করা হয়  সিএসএস ফাইল টিকে <style> ট্যাগ এর পরিবর্তে <link> ট্যাগ এর সাহায্যে লিংক করা হয়

ফাইল তৈরী:

প্রাথমিকভাবে আমরা  নোটপ্যাড দিয়ে নিচের সিএসএস কোড টি লিখবো
1.body{ background-color: gray;}
2.p { color: blue; }
3.h3{ color: white; }
তারপর সিএসএস ফাইলটিকে  (.css) ফাইল extension দিয়ে সেভ করবো ফাইলটির নাম হবে test.css  তবে test ছাড়াও আমরা অন্য নাম দিতে পারি তবে ফাইল extension(.css)  টি ঠিক রাখতে হবে
এরপর নতুন  এইচটিএমএল ফাইল তৈরী করে সিএসএস ফাইলটির সাথে লিংক করবো
01.<html>
02.<head>
03.<link rel="stylesheet" type="text/css" href="/test.css" />
04.</head>
05.<body>
06.<h3> A White Header </h3>
07.<p> This paragraph has a blue font. 
08.The background color of this page is gray because
09.we changed it with CSS! </p>
10.</body>
11.</html>
3 নম্বর লাইনে test.css এর আগে যে / চিহ্নটা আছে তা ভুল,এটা বাদ দিয়ে লিখুন্
তারপর এইচটিএমএল ফাইল টিকে index.html হিসাবে একই  ফোল্ডারে  অর্থা যেখানে  সিএসএস ফাইল আছে সেখানে সেভ করবোএবার আপনার এইচটিএমএল ফাইল টিকে ব্রাউজারে এ খুলুন করুন এবং পরিবর্তন লক্ষ্য করুন
প্রদর্শন:A White Header
This paragraph has a blue font. The background color of this page is gray because we changed it with সিএসএস!

কেন আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবো?

আপনার  ওয়েবসাইট ডিজাইন কে সংরক্ষন এবং content কে পৃথক রাখতে ব্যবহ্নত হয়
আলাদা ফাইল হিসাবে রাখলে খুব সহজেই  সিএসএস কোড কে পুনরায় ব্যবহার করা যায়বারবার একই সিএসএস কোড প্রত্যেক ওয়েব পেজ এ লেখার পরিবর্তে  শুধুমাত্র "link" ট্যাগ এর সাহায্যে একটা সিএসএস ফাইল কে প্রত্যেক ওয়েব পেজ এ যুক্ত করা যায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন