Rasel khan web programming

সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

ইনলাইন সিএসএস (Inline CSS)


ইনলাইন সিএসএস টিউটোরিয়াল(Inline CSS)

লেখক  রাসেল খান  
ইনলাইন সিএসএস হচ্ছে সিএসএস style কে  এইচটিএমএল কোড এর ভিতরে ব্যবহার করার নিয়ম
এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএস হতে ইনলাইন সিএসএস এর প্রাধান্য বেশি এর অর্থ হচ্ছে একসটার্নাল বা ইন্টারনাল সিএসএস দ্বারা স্টাইল নির্দেশিত থাকলেও আপনি স্টাইল  override করতে পারেনযাহোক, ইনলাইন সিএসএস যা সিএসএস এর সঠিক উদ্দেশ্য হতে বিচ্যুতি ঘটায় তাই এটা আংশিকভাবে ব্যবহার করা উচিত

সিএসএস Inline - HTML Attribute:

বিশ্বাস করেন বা না করেন প্রত্যেক এইচটিএমএল ট্যাগ এর মধ্যে সিএসএস কে তৈরী করা যায়যদি আপনি সব এইচটিএমএল এলিমেন্ট এর স্টাইল করতে চান তাহলে style নামক  HTML attribute এর মধ্যে প্রত্যাশিত  সিএসএস property গুলো লিখুন
1.<p style="background: blue; color: white;">A new background and
2.font color with inline CSS</p>
প্রদর্শন:
A new background and font color with inline CSS
যে কোন HTML element সম্বলিত inline CSS সেটিং এর একটি  সাধারন ফরমেট দেয়া হলো:

Pseudo Code:

<html tag style="css property1: value; css property2: value;"> </html tag>
প্রত্যেক সিএসএস statement অবশ্যই  semicolon ";" দ্বারা পৃথক থাকবে এবং  সিএসএস property ও তার value ":"colons  দ্বারা পৃথক থাকবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন