পিএইচপি লুপ টিউটোরিয়াল (PHP Loop Tutorial in Bangla)
লেখক রাসেল
খান
|
আসলে
এককাজ বারবার করতে আমাদের সকলেরই খারাপ লাগে যেমন একই সিল ৫০টা ইনভেলপ এর
মধ্যে মারা বা ধরুন একই কথা ১০০টা পেজের মধ্যে লেখা ইত্যাদি।প্রোগ্রামিং এ
মজার ব্যাপারটা হচ্ছে একটু চিন্তা করলেই এইসব পূনরাবৃত্তির কাজ কয়েক লাইন
লিখেই করা যায়।লুপ দিয়ে এগুলো করা যায়। লুপ হচ্ছে এমন একটা statement যেটা দিয়ে একটা কোডের ব্লক কে নির্দিষ্ট কয়েকবার execute করা যায় যতক্ষন না আমাদের কাজটা শেষ হয়। ৪ ধরনের লুপ আছে- While Loop Do…while Loop For Loop Foreach Loop |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন