পিএইচপি ফর লুপ টিউটোরিয়াল(PHP For Loop)
লেখক রাসেল
খান
|
এই লুপ টি একটু জটিল।ফর লুপ এর কাজ while লুপ দিয়েও হয়,তবে কিছু সুবিধার কারনে এটি ব্যাহৃত হয়।সংকেতfor loop statement ব্রাকেটের ভিতর ৩টি expression নেয় যেগুলো সেমিক্লোন দ্বারা বিভক্ত হয়।১ম টি assignment statement(loop control variable),প্রথমবার লুপটি পূনরাবৃত্তির আগেই এটা একবার execution হয়।২য় টি Boolean expression যেটা প্রতিবার পূনরাবৃত্তির আগেই একবার এর মান নির্নীত(evaluate)হয়,এই মান true হলে পূনরাবৃত্তি চলবে আর false return করে তাহলে পূনরাবৃত্তি বন্ধ হয়ে যাবে।৩য় টি দিয়ে loop control variable এর মান বাড়াতে বা কমাতে ব্যাবহৃত হয়।নিচের উদাহরনটি দেখুন লুপটি শুরু হয়েছে i=1 দিয়ে এবং এটি চলবে যতক্ষন I এর মান ৫ এর চেয়ে ছোট বা সমান হয়।আর I এর মান ১ করে বাড়বে।Output The number is 1 The number is 2 The number is 3 The number is 4 The number is 5 যেকোন expression ফাকা বা একটিতে একাধিক expression থাকতে পারে,যেগুলো কমা দ্বারা বিভক্ত হবে।যদি Boolean expression ফাকা থাকে তাহলে এর default মান true হয়।এই উদাহরনে সবগুলির আউটপুট ১-১০ হবে। আরেকটা লুপ আছে নাম foreach loop এটি array এর সাথে ব্যাবহৃত হয় তাই পরে আসছি। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন