Rasel khan web programming

বুধবার, ২ মে, ২০১২

জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় (Javascript Syntax Tutorial in Bangla)


জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় (Javascript Syntax Tutorial in Bangla)

লেখক রাসেল খান  
তিনটি গুরুত্বপুর্ন ধাপ রয়েছে  যা আপনাদের জাভাস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে প্রয়োজন
  1. script ট্যাগ ব্যবহার করে ব্রাউজার কে বোঝাতে হবে যে  আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছেন
  2. কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে
  3. Test the script

আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোড

আমাদের প্রথম ধাপ হচ্ছে <script> ট্যাগ  ব্যবহারের মাধ্যমে ব্রাউজার কে বোঝাতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট  ব্যবহার করছি  script type হিসাবে "text/JavaScript"  সেট করতে হবেআপনারা সিএসএস এর ক্ষেত্রে দেখেছেন type হিসাবে  আমরা "text/css" সেট করছি
01.<html>
02.<body>
03.<script type="text/JavaScript">
04.<!--
05.document.write("Hello World!")
06.//-->
07.</script>
08.</body>
09.</html>
প্রদর্শন:
Hello world!

document.write:
আমাদের script এর শেষ ধাপ হচ্ছে ফাংশন এর ব্যবহার যার নাম document.write যার মাধ্যমে text, HTML অথবা ঊভয়ই লেখা যায়আমরা  এই ফাংশন এ একটা বিখ্যাত text string  ব্যবহার করেছি  যা  "Hello World!"  নামে পরিচিতএটি ব্রাউজার এ প্রদর্শিত হবে

Syntax বা চিহ্ন:

উপরের জাভাস্ত্রিপ্ট কোড লক্ষ্য করলে দেখতে পাবেন যে "document.write(Hello World!)" এই statement এর শেষে কোন সেমিকোলন নেই কারন প্রত্যেক statement এর শেষ নির্দেশ করতে জাভাস্ত্রিপ্ট এ সেমিকোলন এর প্রয়োজন নেই
তবে আপনি যদি অভিজ্ঞ প্রোগ্রামার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেনতবে সেমিকোলন ব্যবহার করা জরুরী যখন আমরা এক লাইনে দুটি statement ( দুটি document.write statements )  লিখি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন