জাভাস্ক্রিপ্ট কিভাবে
লিখতে হয় (Javascript Syntax Tutorial in
Bangla)
|
লেখক রাসেল
খান
|
তিনটি গুরুত্বপুর্ন ধাপ রয়েছে যা আপনাদের জাভাস্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে প্রয়োজন ।
আপনার প্রথম জাভাস্ক্রিপ্ট কোডআমাদের প্রথম ধাপ হচ্ছে <script> ট্যাগ ব্যবহারের মাধ্যমে ব্রাউজার কে বোঝাতে হবে যে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি। script type হিসাবে "text/JavaScript" সেট করতে হবে। আপনারা সিএসএস এর ক্ষেত্রে দেখেছেন type হিসাবে আমরা "text/css" সেট করছি।01.<html> 02.<body> 03.<script
type="text/JavaScript"> 04.<!-- 05.document.write("Hello
World!") 06.//--> 07.</script> 08.</body> 09.</html> Hello world! document.write: আমাদের script এর শেষ ধাপ হচ্ছে ফাংশন এর ব্যবহার যার নাম document.write ।যার মাধ্যমে text, HTML অথবা ঊভয়ই লেখা যায়। আমরা এই ফাংশন এ একটা বিখ্যাত text string ব্যবহার করেছি যা "Hello World!" নামে পরিচিত। এটি ব্রাউজার এ প্রদর্শিত হবে। Syntax বা চিহ্ন:উপরের জাভাস্ত্রিপ্ট কোড লক্ষ্য করলে দেখতে পাবেন যে "document.write(Hello World!)" এই statement এর শেষে কোন সেমিকোলন নেই। কারন প্রত্যেক statement এর শেষ নির্দেশ করতে জাভাস্ত্রিপ্ট এ সেমিকোলন এর প্রয়োজন নেই।তবে আপনি যদি অভিজ্ঞ প্রোগ্রামার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তবে সেমিকোলন ব্যবহার করা জরুরী যখন আমরা এক লাইনে দুটি statement ( দুটি document.write statements ) লিখি। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন