Rasel khan web programming

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

পিএইচপি কোডব্লকে যেভাবে কমেন্ট করবেন

পিএইচপি কোডব্লকে যেভাবে কমেন্ট করবেন

লেখক রাসেল খান


পিএইচপি কমেন্ট:
কয়েকটা চিহ্ন আছে যদি কোন পিএইচপি কোডের সামনে এগুলা দিয়ে রাখেন তাহলে এ কোডগুলি আর execute হবেনা।তবে কোডগুলি এডিটরে থাকবে, অনেক লম্বা সময় পর যদি খোলেন তাহলে এসব কমেন্ট দেখে বুঝতে পারবেন আসলে কি করতে চেয়েছিলেন।একটা লাইনকে কমেন্ট করে রাখতে চাইলে // বা # আর বহু লাইনকে কমেন্ট করে রাখতে চাইলে কোডের আগে /* এবং শেষে */ চিহ্ন ব্যাবহার করতে হবে।
পরামর্শ: অনেক প্রাকটিস করুন,যেটুকু শিখেছেন সেটুকুই।যেমন <?php এবং ?> কোডের ভিতর
echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
echo "Hello World! ";
এসব লিখতে থাকুন।
01.<?php
02.echo "Hello World!";
03.//ekhane line break diyesi but output ek line hobe
04.echo "Hello World!";
05. 
06./*In above there are two line.but output will.
07. 
08.will be one line.here multiple line
09. 
10. 
11.*/
12.?>
উপরের কোডে দেখুন একটি লাইন কমেন্ট করেছি // এই চিহ্ন দিয়ে আর একাধিক লাইন কমেন্ট করেছি /**/ এই চিহ্নের ভিতরে রেখে।
আর রান করান দেখুন পিএইচপি কোডের ভিতর স্পেস কাজ করেনা,এভাবে প্রাকটিস করলে নতুন নতুন জিনিস দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন