নতুনদের জন্য আরও নির্দেশনা
** যদিও শাব্দিক অর্থ ভিন্ন তবু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একি অর্থে ব্যাবহার করে এর শাব্দিক অর্থ লঙ্ঘন করা হচ্ছে।আপনি যদি বলেন আমি ওয়েব ডিজাইনার তাহলে ধরা হয় আপনি ডেভেলপমেন্ট এর কাজও জানেন।আসল অর্থ হল-ওয়েব ডেভেলপার=যে প্রোগ্রামার,কোডিং করে,অ্যাপ্লিকেশন তৈরী করে।আর ওয়েব ডিজাইনার=যে ডিজাইন করে,সাইটের বাহ্যিক রুপ কেমন হবে তা তৈরী করে,কোডিং করেনা।
প্রত্যেক ওয়েব ডেভেলপার এর নিচের বিষয়গুলি জানা উচিৎ
এই ওয়েবে কম্পিউটারগুলো একটি অপরটির সাথে কিছু নিয়ম ও ভাষা ব্যাবহার করে যোগাযোগ করে থাকে।
W3C (The World Wide Web Consortium) এই ভাষা এবং নিয়মগুলো তৈরী করে যাচ্ছে।
এইচটিএমএল এ "markup tags" ব্যাবহার করা হয় ওয়েব পেজের লেআউট ও কনটেন্ট তৈরীর জন্য।
এইচটিএমএল tag <h1> ইংগিত করে এটা একটা header,এবং <p> একটা Paragraphp কে ইংগিত করে।
যখন সিএসএস কোড গুলি আলাদা ভাবে সেভ করবেন তখন শুধু এই একটি ডকুমেন্ট এডিট করে পুরো এইচটিএমএল পেজ চেহারা নিজের মত করে বদলে দিতে পারবেন।এই কাজ যদি এইচটিএমএল পেজে করতে হত তাহলে অনেক সময় বেশি লাগত এবং প্রতিটি পেজেই কোডগুলি লিখতে হত।
একটা জাভাস্ক্রিপ্ট statement দেখতে এমন: document.write("<p>" + date + "</p>")
পূর্নাঙ্গ ডাইনামিক কনট্ন্টে তৈরীর জন্য এটা জানতে হবে।Server-side scripting দ্বারা আপনি ডেটাবেস থেকে ডেটা তুলে এনে এইচটিএমএল page দেখাতে পারেন।(অনেক কাজের মধ্যে এটা একটা)
এটা এমন একটা ইন্জিন যেটা দিয়ে ওয়েবে ডেটাবেসের সাথে তথ্য বিনিময় করা যায়।
** যদিও শাব্দিক অর্থ ভিন্ন তবু ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট একি অর্থে ব্যাবহার করে এর শাব্দিক অর্থ লঙ্ঘন করা হচ্ছে।আপনি যদি বলেন আমি ওয়েব ডিজাইনার তাহলে ধরা হয় আপনি ডেভেলপমেন্ট এর কাজও জানেন।আসল অর্থ হল-ওয়েব ডেভেলপার=যে প্রোগ্রামার,কোডিং করে,অ্যাপ্লিকেশন তৈরী করে।আর ওয়েব ডিজাইনার=যে ডিজাইন করে,সাইটের বাহ্যিক রুপ কেমন হবে তা তৈরী করে,কোডিং করেনা।
প্রত্যেক ওয়েব ডেভেলপার এর নিচের বিষয়গুলি জানা উচিৎ
- কিভাবে www কাজ করে
- এইচটিএমএল
- সিএসএস
- জাভাস্ক্রিপ্ট
- এক্সএমএল
- সার্ভার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ
- SQL দিয়ে ডেটাবেস বানানো
WWW - World Wide Web
WWW হচ্ছে একটা কম্পিউটার নেটওয়ার্ক যা সারা বিশ্বে ছড়ানো। WWW কেই বলা হয়ে থাকে Web.এই ওয়েবে কম্পিউটারগুলো একটি অপরটির সাথে কিছু নিয়ম ও ভাষা ব্যাবহার করে যোগাযোগ করে থাকে।
W3C (The World Wide Web Consortium) এই ভাষা এবং নিয়মগুলো তৈরী করে যাচ্ছে।
এইচটিএমএল- ওয়েবের ভাষা
এইচটিএমএল হচ্ছে ওয়েবের ভাষা, প্রত্যেক ওয়েব ডেভেলপারকে এর মৌলিক বিষয়াদি জানা চাই।এইচটিএমএল এ "markup tags" ব্যাবহার করা হয় ওয়েব পেজের লেআউট ও কনটেন্ট তৈরীর জন্য।
এইচটিএমএল tag <h1> ইংগিত করে এটা একটা header,এবং <p> একটা Paragraphp কে ইংগিত করে।
সিএসএস- ক্যাশক্যাডিং স্টাইল শিট
এটা দিয়ে এইচটিএমএল page কিভাবে দেখাবে তা ঠিক করা যায়।যখন সিএসএস কোড গুলি আলাদা ভাবে সেভ করবেন তখন শুধু এই একটি ডকুমেন্ট এডিট করে পুরো এইচটিএমএল পেজ চেহারা নিজের মত করে বদলে দিতে পারবেন।এই কাজ যদি এইচটিএমএল পেজে করতে হত তাহলে অনেক সময় বেশি লাগত এবং প্রতিটি পেজেই কোডগুলি লিখতে হত।
জাভাস্ক্রিপ্ট- ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং
জাভাস্ক্রিপ্ট ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং (ব্রাউজার স্ক্রিপ্টিং) এর জন্য ব্যাবহৃত হয়।এটা দিয়ে পেজে ডাইনামিক কনটেন্ট যোগ করতে পারবেন।একটা জাভাস্ক্রিপ্ট statement দেখতে এমন: document.write("<p>" + date + "</p>")
এক্সএমএল- এক্সটেনসিবল মার্কআপ ল্যাংগুয়েজ
এটা এইচটিএমএল এর পরিবর্তে ব্যাবহৃত হয় এমন নয় বরং এটা ডেটা বহন ও সংরক্ষন এর জন্য।সার্ভার সাইড স্ক্রিপ্টিং
সার্ভার সাইড স্ক্রিপ্টিং হচ্ছে "programming" ওয়েব সার্ভারের জন্য।পূর্নাঙ্গ ডাইনামিক কনট্ন্টে তৈরীর জন্য এটা জানতে হবে।Server-side scripting দ্বারা আপনি ডেটাবেস থেকে ডেটা তুলে এনে এইচটিএমএল page দেখাতে পারেন।(অনেক কাজের মধ্যে এটা একটা)
SQL দিয়ে ডেটাবেস বানানো
Structured Query Language (SQL) দিয়ে যেকোন ডেটাবেসে একসেস নিতে পারেন যেমন MySQL,Oracle ইত্যাদি।এটা এমন একটা ইন্জিন যেটা দিয়ে ওয়েবে ডেটাবেসের সাথে তথ্য বিনিময় করা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন