Rasel khan web programming

বুধবার, ২ মে, ২০১২

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল টিউটোরিয়াল (JavaScript Variable Tutorial in Bangla)

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল টিউটোরিয়াল (JavaScript Variable Tutorial in Bangla)

লেখক রাসেল খান  
ভেরিয়েবল হল একটা প্রতীকি (symbolic) নাম যা আপনার নির্দিষ্ট করে দেয়া ভেলুকে উপস্থাপন করে ভেরিয়েবল এর উদ্দেশ্য হচ্ছে আপনার তথ্যকে জমা রাখা যাতে আপনি পরবর্তিতে তা ব্যবহার করতে পারেন ভেরিয়েবল নামকে যদি আমরা একটা সবজি ব্যাগের সাথে তুলনা করি তাহলে এই ব্যাগের সবজিকে ড্যাটার (data)সাথে তুলনা করা যায় Variable নাম ( name) দ্বারা ড্যাটা মোড়ানো থাকে যাতে আপনি সহজে এটাকে move করাতে পারেন
ভেরিয়েবল এর উদাহরন:
প্রথমবার ভেরিয়েবল ব্যবহারের ক্ষেত্রে ভেরিয়েবল নামের পুর্বে "var" লেখা জরুরী নয় তবে ভাল programming practice এর জন্য প্রথমবার ভেরিয়েবল নামের পুর্বে "var" লেখা উচিতনিচে উদাহরনের মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হল
01.<body>
02.<script type="text/JavaScript">
03.<!--
04.var linebreak = "<br />"
05.var my_var = "Hello World!"
06. 
07.document.write(my_var)
08.document.write(linebreak)
09. 
10.my_var = "I am learning JavaScript!"
11.document.write(my_var)
12.document.write(linebreak)
13. 
14.my_var = "Script is Finishing up..."
15.document.write(my_var)
16.//-->
17.</script>
18.</body>
প্রদর্শন:
Hello World!
I am learning JavaScript!
Script is Finishing up...
উপরের উদাহরনে আমরা দুটি ভেরিয়েবল তৈরী করেছি যার একটি লাইন ব্রেকের জন্য HTML কে ধরেছে অপরটি হচ্ছে ডাইনামিক ভেরিয়েবল যার উপরের script এর মধ্যে তিনটি ভিন্ন ধরনের ভেলু রয়েছে
ভেরিয়েবল এর ভেলু নির্দিষ্ট করতে সমান চিহ্ন (=) ব্যবহার করতে হবে যেখানে বাম পাশে থাকবে ভেরিয়েবল এবং ডান পাশে থাকবে ভেরিয়েবল এর ভেলু যেমন my_var = "Hello World!" এর মানে হচ্ছে my_var  সমান "Hello World!" ভেরিয়েবল এবং এর ভেলু বসানোর order ঠিক রাখতে হবে অথা প্রথমে ভেরিয়েবল  এর নাম পরে ভেরিয়েবল এর ভেলু তা না হলে script ঠিকমত কাজ করবে না

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নামের নিয়মনীতি:

যখন আপনি ভেরিয়েবল নাম ( name)পছন্দ করবেন তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে নামটি যেন জাভাস্ক্রিপ্ট এর reserve নাম না হয় ভেরিয়েবল নাম (name)পছন্দের ভাল practice হল বণর্নামূলক নামের  ব্যবহার যেন নামটি ভেরিয়েবল ভেলুকে এক কথায় নির্দেশ করে যেমন ধরুন আপনার ভেরিয়েবল ভেলু জুতার  সাইজকে নির্দেশ করছে সেক্ষেত্রে ভেরিয়েবল নাম  দিতে পারেন "shoe_size"যা খুব সহজে পড়া এবং বোঝা যাবে
জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নাম সংখ্যা(-) দিয়ে শুরু হবে নাযা ব্যবহার করা বৈধ নয়যেমন: 7lucky, 99bottle এবং 3charm সবচেয়ে ভাল হয় ভেরিয়েবল নাম কে ছোট হাতের বর্ণ দিয়ে শুরু করা  এবং ভেরিয়েবল নাম যদি একের অধিক শব্দ বিশিস্ট হয় তাহলে শব্দগুলোকে underscore দিয়ে পৃথক করতে হয়যেমন: my_var, strong_man, happy_coder ইত্যাদি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন