Rasel khan web programming

বুধবার, ২ মে, ২০১২

জাভাস্ক্রিপ্ট অপারেটর টিউটোরিয়াল (JavaScript Operator Tutorial in Bangla)


জাভাস্ক্রিপ্ট অপারেটর টিউটোরিয়াল (JavaScript Operator Tutorial in Bangla)

লেখক রাসেল খান  
অন্যান্য   প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর অপারেটর এর সাথে জাভাস্ক্রিপ্ট  অপারেটর এর মিল আছেঅপারেটর  হচ্ছে এমন একটি symbol(প্রতীক) যা কোন গানিতীক কাজ করতে ব্যবহ্ণত হয়বেশির ভাগ ক্ষেত্রে কাজগুলো হচ্ছে পাটিগনিতীয়( arithmetic) যেমন যোগ, বিয়োগ ইত্যাদি তবে সবক্ষেত্রে নয়

জাভাস্ক্রিপ্ট এর পাটিগনিতীয় অপারেটর এর তালিকা:

Operator
কথায়
উদাহরন
+
যোগ
+
-
বিয়োগ
-
*
গুন
*
/
ভাগ
১৫/
%
মডুলাস
৪৩% ১০

জাভাস্ক্রিপ্ট অপারেটর এর ভেরিয়েবল সহ উদাহরন:

নিচে একটা সাধারন উদাহরন দেয়া হলো যেখানে মৌলিক পাটিগনিতীয় কার্য সম্পন্ন হয়েছে
01.<body>
02.<script type="text/JavaScript">
03.<!--
04.var two = 2
05.var ten = 10
06.var linebreak = "<br />"
07. 
08.document.write("two plus ten = ")
09.var result = two + ten
10.document.write(result)
11.document.write(linebreak)
12. 
13. 
14.document.write("ten * ten = ")
15.result = ten * ten
16.document.write(result)
17.document.write(linebreak)
18. 
19.document.write("ten / two = ")
20.result = ten / two
21.document.write(result)
22.//-->
23.</script>
24.</body>
প্রদর্শন:
two plus ten = 12
ten * ten = 100
ten / two = 5

Comparison অপারেটর:

variables  বা values এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে Comparison অপারেটর ব্যবহ্নত হয়একটা equal চিহ্ন যে ভেলু সেট করে আর double equal চিহ্ন (==) দুটি ভেলুর মধ্যের তুলনা করে    Comparison অপারেটর  যা conditional statement এর ভিতরে ব্যবহ্নত হয় এবং সত্য, মিথ্যা নির্ণয় করে conditional statement সম্বন্ধে পরবর্তি অধ্যায়ে আলোচনা করা হয়েছে

Operator
কথায়
উদাহরন
ফলাফল
==
Equal To
x==y
মিথ্যা
!=
Not Equal To
x!=y
সত্য
<
Less Than
x<y
সত্য
>
Greater Than
x>y
মিথ্যা
<=
Less Than or Equal To
x<=y
সত্য
>=
Greater Than or Equal To
x>=y
মিথ্যা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন