জাভাস্ক্রিপ্ট বিষয়ে পরম শীতল ব্যাপার হচ্ছে এর ক্ষমতা
দ্বারা আপনাকে ডাইনামিক
ওয়েবপেজ করতে সাহায্য করবে । ফলে আপনার
সাইটটি ভিজিটর এর নিকট প্রানবন্ত ,চোখের সামনে সব জীবন্ত মনে হবে। আকর্ষনীয় ওয়েব পেজ তৈরীর ভিত্তি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট । জাভাস্ক্রিপ্ট
এর ইভেন্ট হল এমন এক
জিনিস যা ওয়েবপেজ এর সাথে বা এর উপরে কিছু ঘটায় ।নিচে জাভাস্ক্রিপ্ট
ইভেন্ট এর কিছু উদাহরন দেয়া হলো ।
১ একটি মাউস ক্লিক
২ ওয়েব পেজ লোড হওয়া
৩ চিহ্নিত স্থানের উপর মাউস রাখা যাকে আমরা hover নামে জানি ।
৪ এইচটিএমএল ফর্ম এ ইনপুট বক্স কে সিলেক্ট করা
৫ একটি keystroke
জাভাস্ক্রিপ্ট ইভেন্টs এর উদাহরন:
জাভাস্ক্রিপ্ট এর কিছু পুর্বনির্ধারিত নাম রয়েছে যার
মাধ্যমে অনেক ইভেন্ট
ঘটে উপরে তার লিস্ট দেয়া হয়েছে। আপনি যখন ইভেন্ট
কে নির্দিষ্ট করবেন
তখন কিছু কাজ সংঘটিত হয়। আপনাকে অবশ্যই
ইভেন্ট কে নির্দিষ্ট করতে হবে কারন HTML element ইভেন্ট এর জন্য অপেক্ষা করবে এবং ইভেন্ট ঘটার ফলে সাথে সাথে function কাজ করবে ।
আমরা পুর্ববতি অধ্যায়ে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট
ব্যবহার করেছিলাম যেখানে বাটনে ক্লিক করার সাথে সাথে alert popup প্রদর্শন করেছিল ।এটা ছিল
"onclick" জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ।একই ধরনের উদাহরন নিচে দেয়া হলো সাথে mouseover এবং mouseout ইভেন্ট যোগ করা হলো ।
01.<html>
02.<head>
03.<script
type="text/javascript">
04.<!--
05.function popup() {
06.alert("Hello
World")
07.}
08.//-->
09.</script>
10.</head>
11.<body>
12.
13.<input
type="button" value="Click Me!" onclick="popup()">
14.
15.</body>
16.</html>
প্রদর্শন:
|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন